অবতক খবর,৬ সেপ্টেম্বর,জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমান:মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর গ্রামের প্রায় প্রাচীন শতাব্দীর সাগর বালা উচ্চ বিদ্যালয়ের দুই দিনের বাৎসরিক সংস্কৃতি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগের শিক্ষিকা সুমনা মন্ডল জানান প্রত্যেক বছরের মতন বিদ্যালয়ের ৫ই সেপ্টেম্বর ও ৬ই সেপ্টেম্বরএই দুই দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে আজ দ্বিতীয় দিনে নাচ, গান , আবৃত্তি, অতিথিবর বরণ, বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর প্রথম, দ্বিতীয় ,তৃতীয় দ্বিতীয় স্থান অধিকারী সফল ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করে ও বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ৭জন দুঃস্থ গরিব মেধাবী ছাত্র-ছাত্রীকে ৫০০ থেকে ১০০০ টাকা নগদ আর্থিক সাহায্য প্রধান সহ বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচতে ও পরিবেশ রক্ষার্থে বিদ্যালয়ের প্রায় ১৫০০ হাজার ছাত্র-ছাত্রীদের একটি করে নারিকেল ,আম, লিচু সহ বিভিন্ন গাছের চারা তুলে দিয়েএবং অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরার মধ্য দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সফল মেধা ছাত্র-ছাত্রীদের বাৎসরিক পুরস্কৃত প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মন্তেশ্বর সাগর বলা উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মন্তেশ্বর কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই, মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র, এলাকার বিভিন্ন ইস্কুলে প্রধান শিক্ষক , মন্তেশ্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ চৌধুরী, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি, প্রাক্তন শিক্ষক অরবিন্দ ঘোষ, উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত শ্রেণীর ছাত্র-ছাত্রী ও এলাকার বিশিষ্ট মানুষজনেরা।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ চৌধুরী বাৎসরিক অনুষ্ঠানে সম্পর্কে তাৎপর্য তুলে ধরে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন এই বিদ্যালয় থেকে বহু ছাত্র-ছাত্রী , ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে সমাজ ও বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করে, প্রতিষ্ঠিত হয়ে আমেরিকা, কানাডা, সহ বিভিন্ন দেশে কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠিত।
তাই তিনি বর্তমান ছাত্র-ছাত্রীদের বার্তা দিয়ে বলেন, ভবিষ্যতে এই বিদ্যালয়ের ধারাবাহিকতা বজায় রেখে, ছাত্র-ছাত্রীরা প্রতিষ্ঠিত হয়ে সমাজ ও বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করার কথা জানান প্রধান শিক্ষক অরূপ চৌধুরী।