এবার টুকুন প্রশ্ন তুললো কারা মন্ত্রী হয় সে বিষয়ে।জানতে চাইলো জনগণের অবস্থান কি?

মন্ত্রী বিষয়ক
তমাল সাহা

টুকুনকে নিয়ে খুব ঝামেলা,
একের পর এক প্রশ্নের হামলা।
নে বাপ হবার শখ, এবার সামলা!

বাবা! এদেশে চোরেরা মন্ত্রী হয়,
না মন্ত্রীরা চোর হয়?
আমি বলি, দুটোই হয়।

টুকুন বলে, তার মানে
মন্ত্রী হবার আগে চোর,পরেও চোর!
ডাবল চোর? ঘরে তো টাকার স্টোর!

বাবা, তাহলে আমরা জনগণ?
আমি আর কি বলি!
পশ্চাতে বংশ, হস্তে লন্ঠন।