অবতক খবর: মঙ্গলবার বিকেলে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষাৎ সেরে ফুরফুরে মেজাজেই বের হন মমতা। রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘‘দুধ-চা খেয়েছি, বিস্কুট খাইনি।’’ রাজ্যপালের সঙ্গে আলোচনার প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী জানান, দু’টি বিল নিয়ে কথা হয়েছে রাজ্যপালের সঙ্গে।
পঞ্চায়েত ভোটের পর রাজ্যে বিধানসভা অধিবেশন নিয়ে রাজ্যপালের সঙ্গে আরও এক বার সংঘাতে জড়ায় সরকার। শেষ পর্যন্ত রাজ্যপালের সম্মতিতে সোমবার, ২৪ জুলাই শুরু হয়েছে অধিবেশন। এই আবহে মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে তিনি বলেন, ‘‘বিধানসভায় বিল প্রায় হাতে নেই। তবু বছরে কিছু দিন বিধানসভা করতেই হয়। রাজ্যপালকে বলে গেলাম দু’টি বিল হতে পারে। পাশ করানোর জন্য রাজ্যপালকে বলে গেলাম।’’ কী বিল, তা অবশ্য মুখ্যমন্ত্রী জানাতে চাননি।
এ বিষয়ে তিনি স্পষ্টই বলেন, ‘‘যতক্ষণ রাজ্যপাল পাশ না করছেন, আমরা বলি না। বিধানসভার কিছু সিক্রেসি রয়েছে।’’ এরই সঙ্গে উপাচার্য নিয়োগ ইস্যুতে কথা হয়েছে কি না, জানতে চাইলে মুখ্যমন্ত্রীক জানিয়েছেন, এই প্রসঙ্গে কোনও কথা হয়নি।
রাজ্যপাল বোসের সঙ্গে নবান্নের সম্পর্কের শুরুটা ছিল মসৃণ। রাজ্যপালের জন্য ‘হাতেখড়ি’ অনুষ্ঠানেরও আয়োজন করা হয় নবান্নের উদ্যোগে। কিন্তু সময়ের সঙ্গে সংঘাত বাড়তে থাকে রজ্যপাল- রাজ্য প্রশাসনের। যা চরম নেয় পঞ্চায়েত ভোট ঘিরে। রাজ্যে এখন ভোট পর্ব মিটে গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য চালানোর তাগিদে দুই সাংবিধানিক প্রধানের সাক্ষাৎ অর্থবহ।