অবতক খবর , উৎপল রায়, জলপাইগুড়িঃ     ভারতীয় জনতা পার্টি ময়নাগুড়ি বিধান সভার উদ্যোগে কৃষি বিলের সমর্থনে কৃষি সুরক্ষা পদযাত্রা আয়োজন করেন। ময়নাগুড়ি শহরের থেকে এই পদযাত্রা শুরু হয়, ময়নাগুড়ি সুপার মার্কেটে এসে কৃষি বিলের সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়।

এদিন উপস্থিত ছিলেন রাজ্যে সহ-সভাপতি রাজু ব্যানার্জি, জেলা সভাপতি বাপি গোস্বামী, জেলার সহ-সভাপতি অলক ময়নাগুড়ি ব্লকের সভাপতি সুব্রত কর্মকার এছাড়াও উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ব্লকের কার্যকরী সদস্যরা। এদিন ময়নাগুড়ি বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মীরা হাতে ঝান্ডা নিয়ে মিছিল করে এসে এই পথ সভায় অংশ নেন। কাঁধে লাঙল এবং হাসুয়া নিয়ে এই কৃষি সুরক্ষা পদযাত্রায় অংশ নেন বিজেপি কর্মীরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ময়নাগুড়ির ব্লকের মধ্যমন্ডলের বিজেপি সভাপতি সুব্রত কর্মকার জানান, ‘কৃষকরা ব্যক্তিগত স্বাধীনতা পেয়েছেন।

এখন থেকে কৃষকরা সরাসরি তাদের উত্‍পাদিত ফসল কোনরকম দালাল ছাড়াই বিক্রি করতে পারবেন। অথচ তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর বিরোধিতা করে পথে নামছে। তাই ভারতীয় জনতা পার্টি কৃষকদের প্রতি ঘরে ঘরে গিয়ে কৃষি বিলের সমর্থনে প্রচার চালাবে।