অবতক খবর,৪ সেপ্টেম্বর: ময়না বিধানসভার বাকচা অঞ্চলের চান্দি বেনিয়া গ্রামের এক নম্বর প্রাথমিক স্কুলের পুলিশ ক্যাম্পের কাছে সংহতি ক্লাব থেকে ৩ ড্রাম তাজা বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, ওই সংহতি ক্লাব কিছুদিন আগে তৃণমূলের ক্যাম্প ছিল। ওখানে তৃণমূলের দুষ্কৃতীরা পুলিশি ঘেরাটোপের মধ্যে থাকত। সেই ক্লাব থেকে তিন ড্রাম বোমা পাওয়া যায়। তৃণমূলের দুষ্কৃতীরা বাকচাতে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ বিরোধীদের।
এই বোমা গুলি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ও সাধারণ মানুষের ওপর চার্জ করে অশান্তি তৈরীর পরিকল্পনা ছিল বলে অভিযোগ বিজেপির।
ময়নার ২৪৮ নম্বর বুথের চাঁদিবেনিয়া ১নং প্রাথমিক স্কুলের পাশে সংহতি ক্লাব। এখানে একটি মিনি ঢালাই বলের প্রতিযোগিতা চলছে। যে কারণে কিছু দর্শক ঐ ক্লাবে বিশ্রাম নিতে গিয়ে লুকিয়ে রাখা ঐ বোমগুলি দেখতে পায়।
তাঁর পরই পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ড্রাম ভর্তি বোমাগুলি উদ্ধার করে। কে বা কারা ওই ক্লাবে বোমাগুলি লুকিয়ে রেখেছে সে বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে বিজেপির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানিয়ে NIA কে দিয়ে এর তদন্ত করার দাবী জানিয়েছেন তারা।