অবতক খবর,২১ ফেব্রুয়ারী : মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে টাউন লাইব্রেরী হলে আজ উদযাপিত হল মাতৃভাষা দিবস।
নাচ ,গান, কবিতা, আবৃত্তি পাঠের মাধ্যম দিয়ে আজ মাতৃভাষা দিবস উদযাপিত হলো।
টাউন লাইব্রেরী প্রাঙ্গণে ভাষা স্মারকের পুষ্পার্ঘ নিবেদনের এর মাধ্যম দিয়ে আজকের
বিশিষ্ট কবি, সাহিত্যিক, নাট্যকার , সংগীত শিল্পীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস মাতৃভাষা দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।