অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া :- আলুর দামের ছেঁকায় ইতিমধ্যে রাজ্যের মানুষের হাত পুড়েছে। গরিব মধ্যবিত্তের হেঁসেলে আলুর প্রয়োজন অনস্বীকার্য। শিয়রে বিধানসভার নির্বাচন।

একের পর এক টাস্কফোর্স গঠন করেও পরিস্থিতি বিশেষ বদলায়নি। তাই দীপাবলির আগের মুহূর্তে আলু বিক্রিতে সরকার নিজেই উদ্যোগ নিলো। আজকে উলুবেড়িয়া-২ নম্বর ব্লকে দুলোপুরে রাজ্য সরকার নির্ধারিত ২৫ টাকা দামে আলু বিক্রি করতে নামলো জেলা প্রশাসন।

এই সংবাদ চাউর হতেই ২৫ টাকা কেজিতে আলু কিনতে কয়েকশো মানুষের লম্বা লাইন পরে উলুবেড়িয়া দু’নম্বর ব্লকের দুলোপুরে। একদিকে আলুর দাম যেখানে আকাশ ছোঁয়া, সেই জন্য বানিবন জগদীশপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পক্ষ থেকে সরকার নির্ধারিত জ্যোতি আলু ২৫ টাকা কেজি দরে মাথাপিছু তিন কিলো আলু দেওয়া হল বুধবার।

 

আলু কিনতে ভিড় সাধারণ মানুষের। ২৫ টাকা দরে আলু পেয়ে কিছুটা হলেও স্বস্তি বোধ করছে মানুষজন। খুশি এলাকাবাসী।