বিনয় ভরদ্বাজ,অবতক খবর, ২রা অক্টোবর : মহালয়া উপলক্ষে পটকাবাজি ফাটানোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। একজনকে গুরুতর অবস্থায় প্রথমে কল্যানী জেএনএম হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রেফার করা হয়েছে এন আর এস হাসপাতালে। সেখানে তার অবস্থা ভীষণ শোচনীয়। ঘটনায় আহত যুবকের নাম অজয় প্রসাদ বলে জানা গেছে। অজয় তৃণমূলের ট্রেড ইউনিয়ন নেতা বিষ্ণু অধিকারীর গোষ্ঠীর ছেলে বলে পরিচিত। পুলিশ যে দুজনকে আটক করেছে তাতে রয়েছে নৈহাটি আর বি সি কলেজের ছাত্র নেতা দেবতনু মুখার্জি ওরফে ঋষি, তার সঙ্গী অভিজিৎ ব্যানার্জিকেও পুলিশ আটক করেছে। ছাত্রনেতা দেবতনু মুখার্জি টিএমসিপি রাজ্য সভাপতির প্রিয় পাত্র বলে জানা গেছে ।
ছবি:ছাত্রনেতা দেবতনু মুখার্জি
সূত্রে জানা গেছে যে, আরবিসি কলেজের টিএমসিপি ছাত্ররা মহালয়াকে সামনে রেখে বনভোজনের আয়োজন করেছিল। ঠিক তার উল্টোদিকে বিষ্ণু অধিকারীর ছেলেরা বনভোজনের আয়োজন করেছিল। ভোরবেলা পটকা বাজানো নিয়ে দুই গোষ্ঠীতে প্রথমে বচসা হয় ।পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই গোষ্ঠীর যুবকরা। সেই হাতাহাতি পরের দিকে বাঁশ দিয়ে পেটাপেটি শুরু হয়। এই বাঁশের হামলায় অজয় প্রসাদ বলে এক যুবক আহত হন। পাশাপাশি আহত হয়েছেন আরো ৩ জন– আকাশ রাজভর, শিবা বাল্মীকি ও সুমিত গোন্ড।
অজয় প্রসাদের বাড়ির লোকের দাবি দেবতনু ও তার ছেলেরা হামলা চালিয়েছে। তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে পুলিশ দেবতনু ও তার সহযোগীকে আটক করেছে। যদিও খবর লেখা পর্যন্ত তাদের গ্রেফতার দেখানো হয়নি। আর এতেই ক্ষোভ প্রকাশ করেছেন অজয় প্রসাদের বাড়ির লোকেরা। পুলিশ তদন্তে নেমেছে।