রাজনৈতিক ও অরাজনৈতিক প্রশ্নে:

মা-কে জিজ্ঞেস করো
তমাল সাহা

দ্বান্দ্বিক প্রক্রিয়ায় উত্তপ্ত সূর্যের বিস্ফোরণ থেকে সৃষ্টি হয় পৃথিবী
এটা পুরোপুরি রাজনৈতিক

পৃথিবী কমলালেবুর মত গোল আর তার দুই দিক চাপা কেন সেও রাজনৈতিক

আমরা সেই কমলালেবুর খোলস ছাড়িয়ে কোয়াগুলো মুখে পুরে দেব এটাও রাজনৈতিক
ওই যে খোলস ছাড়ানো সেটাও দ্বান্দ্বিক প্রক্রিয়ায় রাজনৈতিক

তারপর তো তুমি এলে
কি করে এলে?

মাকে জিজ্ঞেস করে দেখো
সৃজনের প্রক্রিয়া কতটা দ্বান্দ্বিক
কে কাকে কতটা চুম্বন করেছিল কোন দ্বান্দ্বিক প্রক্রিয়ায়,
সেই অন্ধকারের গভীরে
কে কাকে কতটা আদর করেছিল
অনুরাগের দ্বান্দ্বিকতায়

জিজ্ঞেস করো মাকে
কে কতটা ছিল ছান্দিক
ভালোবাসাও দ্বান্দ্বিক রাজনৈতিক

ইয়ুদি মেনুইনকে জিজ্ঞেস করো তার বেহালার ছড়ের টানে কতটা দ্বান্দ্বিকতা ছিল রবিশঙ্করকে জিজ্ঞেস করো
সেতারে ঝালা তুলেছিল কিভাবে
আল্লারাখাকে জিজ্ঞেস করো তার লহরার কথা, হাতের সঙ্গে তবলার দ্বন্দ্ব কতটা ঘনীভূত হয়েছিল
আর ভয়ংকর সেই ধামসা মাদলে কিভাবে ধ্বনিত হয়েছিল রণসঙ্গীত তা গুণধর মুর্মুকে জিজ্ঞেস করো

সূর্যকে জিজ্ঞেস করো, সূর্যোদয়, সূর্যাস্ত কি করে হয়
পৃথিবী ঘোরে কেন
চাঁদের বুকে সূর্য আছড়ে পড়ে বলে জ্যোৎস্নামাখা চন্দ্রিমার আলো

সব রাজনৈতিক! সব দ্বান্দ্বিক!
তুমি থাকো ভালো…