গতকাল ২৯ আগস্ট ছিল বৈশ্বিক সঙ্গীত-নৃত্যশিল্পী মাইকেল জ্যাকসনের জন্মদিন,কুৎসা-অপপ্রচারকে পরাজিত করে আজও তিনি জনমনে জীবিত।
মাইকেল জ্যাকসন
তমাল সাহা
শোনো এম জে!
বিশ্ব দুনিয়ায় তুমি কি যে
আমি কি জানি নিজে?
তুমি এক দৃশ্যমান বিস্ময়
সংস্কৃতির জগতে তুমি জ্যাকসন
তোমার পেছনে ছুটছে জনগণ।
পপ সঙ্গীতের রাজা হলেও
গণসঙ্গীতের বিপুল আয়োজন।
হিস্টরি অ্যালবাম তো জনস্বীকৃতি
প্রতিবাদী সাহসী উচ্চারণ।
শোনো এম জে!
তুমি গায়ক, লেখক,
অভিনেতা না সমাজসেবী
না নৃত্যশিল্পী!কে বলতে পারে
তোমার পরিচিতি বহমান জনতার দরবারে।
শোনো এম জে!
পুরস্কার ছিল তোমার কাছে
যেন মুড়ি মুড়কি।
মুন ওয়াক ও রোবট নাচে
খুলে দিয়েছ বিনোদনের খিড়কি।
আরও শোনো এম জে!
জনসেবা কাকে বলে
দুনিয়া দেখে তো হতবাক!
মাইকেল! মাইকেল! ছুটছে হাওয়া
জ্যাকসন! জ্যাকসন! বইছে বাতাস
এম জে! তুমি আজ ইতিহাস!