অবতক খবর,১৭ মার্চ,মধ্যমগ্রাম : রবিবার রাতে যশোর রোডের মাইকেল নগর বাসস্ট্যান্ড এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা মৃত্যু হল দুজনের। প্রত্যক্ষদর্শীদের কথায় জানা গিয়েছে, মাইকেল নগরের দিক থেকে একটি বাস যশোর রোড ধরে বারাসাতের দিকে যাচ্ছিল। তখনই বাসের পেছনে এসে সজরে ধাক্কা মারে একটি ভারী লরি। বাস থেকে নামছিলেন একজন যাত্রী। বাসটি এসে তাদের স্টপেজেই দাঁড়ায়, তখনই পেছন থেকে লরিতে এসে সজোরে ধাক্কা মারতেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে দাবি স্থানীয়দের। দেহ দুটি উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় ময়নাতদন্তের জন্য। ঘটনায় মৃত ওই মহিলার বাড়ির লোকের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই রাস্তায় পুলিশের তোলা তোলার কারণেই ঘটছে দুর্ঘটনা। এখানেই শেষ নয়, এমনকি আরও গুরুতর অভিযোগ করা হয় মৃতের পরিবারের তরফে। তাদেরকে না দেখিয়েই মহিলার দেহটি ছিনিয়ে নিয়ে চলে আসে পুলিশ। পাশাপাশি তাদেরকে হুমকিও দেওয়া হয় বলে জানায়। জানা গিয়েছে, ৫২ বছরের ওই মহিলার নাম কাকলি শর্মা দেবনাথ।
তিনি পরিচারিকার(নার্সিং) এর কাজ করতেন। নার্সিং এর কাজ সেরেই তিনি বাড়ি ফিরছিলেন। নিউ বারাকপুর পুরসভার ১৯ নং ওয়ার্ডের লেনিন সরণী এলাকায় ভাড়া বাড়িতেই ছেলেকে নিয়ে থাকতেন ওই মহিলা। মৃত আরেকজন ব্যক্তির নাম সন্তোষ কুমার শিল বলে পরিবার দাবি করেন । ঘটনায় এলাকায় ছড়িয়েছে উত্তেজনা।নিউ ব্যারাকপুরের লেনীন সরণীতে ওই মহিলা ভাড়া থাকেন,সেখানে মা ও ছেলেই থাকেন,মা কে ছেলে মাইকেল নগরে পৌঁছে দিতে এবং ফেরত আনতে ও যান। রবিবার রাতে ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনায় গাড়ির রেষারেষিতে প্রাণ গেল নববারাকপুরের ৫২ বছরের কাকলি শর্মা দেবনাথ এবং মধ্যমগ্রাম বিবেকানন্দ নগর পূর্ব উদয়রাজপুরের ৭২ বছরের সন্তোষ কুমার শীলের।