অবতক খবর, সংবাদদাতা :: এবার হুগলি দেবানন্দপুরে শুরু হলো মাছের মেলা।বৃহস্পতিবার সকাল থেকে শুরু হলো এই মেলা,চলবে আজ সারা দিন ধরে।হুগলি জেলার প্রাচীন মেলা বলে ভারী পরিচিতি রয়েছে এই মাছের মেলার ।
গত ৫১৩ বছর ধরে চলছে এই মেলা। মেলার উপলক্ষে হুগলি জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এই মেলায়।বিভিন্ন রকমের বহু মাছের দোকান থাকে এই মেলায়। ছোট থেকে বড় বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এই মেলায়।এদিন মেলায় উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার।প্রত্যেক বছর মাঘ মাসের প্রথম দিন হয় এই মেলা ।এই মেলা উপলক্ষে সারাদিন ধরে চলবে ধর্মীয় রীতিমতো বিভিন্ন পূজাপাঠ।