অবতক খবর,৫ নভেম্বর: শুক্রবার মাঝরাতে আচমকা কেঁপে উঠল মাটি। তীব্র কম্পন অনুভূত হল রাজধানী দিল্লি সহ কলকাতাতেও। শুক্রবার রাত ১১টা ৩২ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় দিল্লি-সহ দেশের একাধিক রাজ্য। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৪। বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল কম্পন। তীব্র কম্পন অনুভূত হয়েছে দিল্লি, কলকাতা, এনসিআর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ছত্তিশগড় সহ আরও রাজ্য।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের কাঠমাণ্ডু। মাটির ১০ কিমি নীচে ছিল কম্পনের কেন্দ্র। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে সর্বত্র। কম্পনের ফলে রাতেই আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে চলে আসে মানুষ। অনেকেরই দাবি, একের বেশিবার কম্পন হয়েছে। যদিও ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তরফে তেমন কিছু জানানো হয়নি। আফটার শকের আতঙ্কে ঘরে ঢুকতে ভয় পাচ্ছে মানুষ। দিল্লি, এনসিআর, বিহারে ৬.৪ মাত্রা কম্পন অনুভূত হলেও তুলনামূলক ভাবে কলকাতায় কম্পনের মাত্রা ছিল কম।