অবতক খবর,২৬ আগস্ট,নববারাকপুর: বিংশ শতাব্দীর দয়াহীন, ছায়াহীন, ভালোবাসাহীন শুষ্ক মরু প্রান্তরে রচিত হয়েছিল মানবতার বিশাল চিতাশয্যা। তখন মূর্তিমতী করুণাময়ী বিশ্বজননীর মতো যিনি অবারিত ধারায় আশা ভালোবাসা এবং অফুরন্ত করুণা বর্ষণ করে পৃথিবীকে শ্যামল সরস করে তুলেছিলেন; তিনি হলেন সর্বজনবন্দনীয় মাদার টেরেসা।

শুক্রবার ভারতরত্ন পদ্মশ্রী মাদার টেরিজার ১১২ তম জন্মদিন উপলক্ষে নববারাকপুরে বহুমুখী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এক ঝাঁক ইচ্ছে ডানার সদস্যরা পুরসভা পরিচালিত ডাঃ বি সি রায় জেনারেল হাসপাতাল ও মাতৃসদনে গর্ভবতী প্রসূতি ও নার্স দের সাত রকমের ফলের ঝুড়ি প্রদান করা হয় এদিন বিকেলে। সংস্থার সভাপতি সৌমেন সাহা জানান,মাদার টেরেসা আমাদের সকলের কাছে আদর্শ। মানবসেবায় সারা জীবন নিয়োজিত ছিলেন।

তাঁর জন্মদিনে আমাদের সংগঠনের তরফ থেকে ডাঃ বি.সি.রায় হাসপাতালের সমস্ত রুগীদের ও নার্সদের ফল বিতরন করা হলো। সংস্থার সদস্যরা গর্বিত ও আনন্দিত মহান বিশ্ববন্দিত মনীষির পুন্য জন্মদিনে সেবার ব্রতী হয়ে প্রীতি উপহার তুলে দিতে পেরে।