অবতক খবর,১৫ মার্চ,নদীয়া:- অদ্বৈত আচার্যের গুরু দেব মাধবেন্দ্র পুরীর তিরোধান তিথি উপলক্ষে নদীয়ার শান্তিপুরের অদ্বৈতপাটে আজ এক মহা মিলন উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই উৎসবে যোগ দিয়েছিলেন 72 টি দেশের বৈষ্ণব ভক্তরা। স্থানীয় এবং বহিরাগত একাধিক মানুষ উৎসবে যোগ দিয়েছিলেন। প্রায় 40 হাজার ভক্তের দুপুরের আহারাদির ব্যবস্থা করা হয়েছিল। সমগ্র উৎসব অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছেন ইসকন কর্তৃপক্ষ ও অদ্বৈত পাট মন্দির কর্তৃপক্ষ।
এদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিধায়ক তথা অদ্বৈতপাট মন্দির কর্তৃপক্ষের কর্ণধার ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক, কাউন্সিলর প্রশান্ত গোস্বামী সহ অনেকেই। ব্রজ কিশোর গোস্বামী জানিয়েছেন,’ এই উৎসবে এক সময়ে এসে ছিলেন শ্রীচৈতন্যদেব। ইসকনের প্রভুপাদ ভক্তিবেদান্ত স্বামী মহারাজ তিনি এসেছিলেন। অদ্বৈত আচার্য গুরুদেব মাধবেন্দ্র পুরী তিরোধান দিবস উপলক্ষে বহু বছর ধরে এই উৎসবে আসছে।
ভাগবত গীতায় লিখা আছে, এই উৎসবে যোগ দিয়ে অন্য গ্রহণ করলে গোবিন্দ ভক্তি হয়। প্রায় 40 হাজার ভক্তের আহারাদির ব্যবস্থা করা হয়েছে। 72 দেশ থেকে ভক্তরা এই উৎসবে যোগ দিয়েছেন।’ সুব্রত ঘোষ ও কৌশিক প্রামানিক জানিয়েছেন,’ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে তাদের নাম ঘোষিত হওয়ার পর তারা এই উৎসবে যোগ দিয়ে এবার থেকে অদ্বৈত আচার্যের আশীর্বাদ নিয়ে তারা পুরসভার কাজ শুরু করবেন।
এই উৎসবে যোগ দিতে পেরে তারা নিজেদের ধন্য মনে করছেন।’ প্রশান্ত গোস্বামী জানিয়েছেন এই উৎসব শুরুর আদি কথা। তিনি জানিয়েছেন ইসকনের প্রভুপাদ ভক্তিবেদান্ত স্বামী মহারাজ এখানে আসতেন। সেই কথা জানার পর ইসকনের বর্তমান দায়িত্বপ্রাপ্ত জয়পতাকা স্বামী মহারাজ এই উৎসব পরিচালনার দায়িত্ব নিয়েছেন। ইসকনের সঙ্গে যৌথ উদ্যোগে এই উৎসব হয়ে আসছে।’
বিধায়কে ব্রজকিশোর গোস্বামীর উপস্থিতিতে প্রসাদ বিতরণ করলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান।