অবতক খবর,২১ ফেব্রুয়ারিঃ মাধ্যমিক পরীক্ষা ২৩ তারিখ থেকে শুরু হচ্ছে। ৬৯৮৭২৪ ছাত্র ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে। গতকাল পর্যন্ত ৩৫০ নতুন ক্যান্ডিডেট অ্যাডমিট কার্ড নিয়েছে। মে মাসের শেষে রেজাল্ট বেরোবে। ৪০৫০০ এক্সামিনি, ৩৫০০০ ইনভিজেলেটর, ১৬৪১ সাব ভেন্যু, ১২২৬ সেন্টার থাকছে।
৩৫৯ জন ছাত্র ছাত্রী বিশেষ ভাবে সক্ষম হওয়ায় এক্সট্রা টাইম পাবে। প্রতি জেলার ভেন্যু ভিসিট করবেন পর্ষদ সভাপতি। পাহাড়ের ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা বনধ নিয়ে বললেন পর্ষদ সভাপতি। পাহাড়ে আনুমানিক ৬০ টি পরীক্ষা কেন্দ্র রয়েছে প্রায় ৯০০০ ছাত্র ছাত্রী পরীক্ষা দেবে। রাজ্য প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে। এখনো পর্যন্ত ২৭৯০-২৭৯৫ স্কুলে সিসিটিভি ক্যামেরা বসে গেছে। প্রতিটা সেন্টারে সিক রুমের ব্যবস্থা আছে। আপৎকালীন পরিস্থিতির জন্যে স্বাস্থ্য কর্মীরা থাকছে।
পর্ষদের অ্যাপ ১৮ তারিখ ট্রায়াল রান হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন ভেন্যু সুপারভাইজার থাকবে। তারা পর্ষদকে ইনফর্ম করবে। সেই অ্যাপের মধ্যে তারা মেসেজ বা ভয়েস রেকর্ড পাঠাতে পারবে পর্ষদকে। কন্ট্রোল রুমে ৬জন ড্যাশবোর্ড নিয়ে ২৪ ঘণ্টা। সকাল ৮টায় প্রশ্ন দেওয়া হবে যা ১০টার মধ্যে ভেন্যুতে ঢুকবে। ১১:৩০টায় ইনভিজিলেটর হলে যাবে। ১১:৪৫ এ প্রশ্ন খোলা হবে। যেসব স্কুলে সিসিটিভি লাগানো হয়নি তাদের সেনসিটিভ হিসাবে বিবেচনা করা হবে।