অবতক খবর :: শিলিগুড়ি :: শিলিগুড়িতে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বিভ্রান্তি। পরে ইষ্কুল কতৃপক্ষ ক্ষমা চেয়ে নিলো। গতকাল শিলিগুড়ির আশ্রমপাড়ার একটি ইষ্কুলে রেজাল্ট নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। অভিযোগ রেজাল্ট যেখানে এই বছরের হবার কথা সেখানে পুরানো ২০১৮ সালের রেজাল্ট চলে আসে। কিভাবে এই পুরানো রেজাল্ট নতুন রেজাল্টের মধ্যে চলে আসলো তা নিয়ে বিভ্রান্ত ইষ্কুল কতৃপক্ষও।
অভিভাবক দুজন প্রথমে লক্ষ করে নি।পরে বাড়ি গিয়ে দেখেন পুরানো রেজাল্ট চলে এসেছে।তখনই তারা ইষ্কুল কতৃপক্ষের সাথে যোগাযোগ করেন।ইষ্কুল কতৃপক্ষ ভুল বুঝতে পেরে রেজাল্ট বদলিয়ে নতুন রেজাল্ট দিয়ে দেন।পরে ইষ্কুল থেকে জানানো হয় একই নাম থাকায় কোনভাবে ওই পুরানো রেজাল্ট চলে এসেছিলো।আমরা সেটা ঠিক করে দিয়েছি। আমাদের পক্ষ থেকে যে ভুল ত্রুটি হয়েছিলো তা আমরা শুধরিয়ে দিয়েছে।এদিকে এইভাবে পুরানো রেজাল্ট চলে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিভাবকদের মধ্যেও।