একটি অবিস্মরণীয় শিক্ষণীয় দৃশ্য
সুর সাধক শিবকুমার শর্মার অন্ত্যেষ্টিক্রিয়ায় ওস্তাদ জাকির হোসেন অবনত শ্রদ্ধায়
মানব জীবন
তমাল সাহা
দাহন কিংবা দাফনেই কি জীবন শেষ হয়ে যায়?
দেখো মানুষ কিভাবে মানবতাকে প্রণাম জানায় বিনম্র শ্রদ্ধায়!
সুর ও তাল মিলে গেলে হয়ে ওঠে ছান্দিক পাবক
আমরা অমানুষ বুঝি কি এসব
আমরা তো মানবতার ঘাতক।
যারা জানে, বোঝে
তারা বলে ওঠে, হে অগ্নি স্বাহা!
সভ্যতার সংকট এই ধর্মীয় বিভাজনের মহাকালে—
এ এক প্রাণময় দৃশ্য দেখো তুমি — আহা!
বেজে ওঠে জীবনের মহা সন্তুর
আকাশে বাতাসে ভেসে ভেসে বহু দূরে চলে যায়
সুরের সঙ্গে তাল মিলিয়ে ধ্রুপদী উচ্চারণ ওঠে তবলার লহরায়…