অবতক খবর,১৮ ফেব্রুয়ারী : ব্যারাকপুর আদালতে ডিভোর্সের মামলা বিচারাধীন থাকা অবস্থায় ফোনে ডাক করিয়ে অশালীন ভাষা প্রয়োগের পাশাপাশি হুমকির অভিযোগ উঠল জগদ্দল থানার এ এস আই অপূর্ব হালদারের বিরুদ্ধে। এই ব্যাপারে জগদ্দল থানার এএসআই অপূর্ব হালদারের বিরুদ্ধে বারাকপুর পুলিশ কমিশনার সহ ইন্সপেক্টর ইনচার্জ জগদ্দল থানাকেও লিখিত অভিযোগ জানানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের দু’নম্বর নিমতলা ঘাট রোডের বাসিন্দা পেশায় পুরোহিত সৌরভ অধিকারীর সঙ্গে। সূত্র মারফত জানা যায় গত ১৭ ই নভেম্বর ২০২৪ এ বিয়ে হয়েছিল সৌরভ অধিকারীর সঙ্গে রেশমি চক্রবর্তী সঙ্গে।

বনি বনতা না হওয়াতেই ব্যারাকপুর আদালতে চলছে তাদের ডিভোর্সের মামলা। সৌরভ অধিকারীর অভিযোগ এই ডিভোর্স মামলায় তদন্তকারী অফিসার না হওয়াতেও তাকে ডিভোর্স মামলা তুলে নেবার জন্য চাপ সৃষ্টি করার অভিযোগ আনেন। তার পাশাপাশি আইনজীবী প্রশান্ত কুমার সাহা জানান পুলিশেরএই ধরনের অকল্পনীয় ব্যবহারের জন্য আইনের সাহায্য নেওয়া হবে বলে তিনি জানান।