হাজার চুরাশির মা, মহাশ্বেতা দেবীর প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য।

মারাংদাই
তমাল সাহা

মারাংদাই!
রাষ্ট্রের বিরুদ্ধে ছিল তোমার চেতাবনি
আমি জানি
কালি মিশ্রিত ধাতব ফলা থেকে নির্গত
শব্দগুলি ছুটে যেত তীরন্দাজী বাণের মতো
তোমার কলম চালনায় উঠতো টঙ্কার ধ্বনি।

রাষ্ট্র যখন জল জঙ্গল জমি বেচে দেয়
তখন আমরা তোমার জল ও ভাতের গল্প পড়ি
আর আমাদের হাতে থাকে তোমার
অরণ্যের অধিকার, অপারেশন বসাই টুডু, চোট্টি মুন্ডা ও তার তীর।

রাজনৈতিকবন্দীরা যখন
কয়েদ ঘরের ভিতরে
তখন আমাদের স্নায়ুতন্ত্রে ঘুরে বেড়ায়
তোমার হাজার চুরাশির মা।

বলাৎকারের ছোট্ট সাজানো ঘটনায় আমাদের চোখগুলি জ্বলজ্বল করে দেখতে থাকে তোমার স্তনদায়িনী, দ্রৌপদী ও বায়েনকে।

লেখকরা যখন রাষ্ট্রমঞ্চের নায়ক—
মুকুট ও মুদ্রার আবেশে চোখ বুজে থাকে
তখন তুমি আমাদের হাতে ধরিয়ে দাও
কবি বন্দ্যঘাটি এবং তার জীবন।

তুমি বসাই টুডুর মুখ দিয়ে বলেছিলে–
মরণ বোলায়ে কুছু নাই হে কমরেট, বাঁচাটো নিয়েই যত গোলমাল…
বাঁচাটা যে ভয়ঙ্কর গোলমেলে তা আমরা জানি।
তুমি আমাদের তা বুঝিয়ে দিয়েছো পরতে পরতে সাহিত্যের অন্য এক ধারায়।
সে লেখা আজও পাঠকের স্নায়ুতন্ত্রে বিদ্রোহের অভিঘাত ঘটায়।