অবতক খবর,২৮ জানুয়ারি,মালদা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে তৈরি মালদা কলেজের নবনির্মিত বিজ্ঞান ভবনের শুভ উদ্বোধন করা হলো। এই মর্মে মঙ্গলবার সকাল আনুমানিক দশটা নাগাদ মালদা কলেজ অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠানের। এদিন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মালদা কলেজের নবনির্মিত বিজ্ঞান ভবনের শুভ উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, মন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ অন্যান্যরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হোক মন্ত্রী উদয়ন গুহ জানান আর জি করের নির্যাতিতা রাজ্য পুলিশের উপর ভরসা না করতে পেরে সিবিআই চেয়েছিল। কিন্তু সিবিআই কিছুই প্রমাণ করতে পারেনি। যে কারণে, মামলাটি তে ফাসি হলো না।

রাজ্য সরকার ফাঁসির জন্য আবেদন জানিয়েছে হাইকোর্টে। এখন আর পরিবারের কিছু করার নেই এখন গোটাটাই সরকার ও আদালতের হাতে। আজ মালদা কলেজের নবনির্মিত বিজ্ঞান ভবনের উদ্বোধন করতে এসে একথা বলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ।