অবতক খবর,৫ নভেম্বর,মালদা:- মালদা জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক স্থল বন্দরে বন্ধ পাথর রপ্তানি। সমস্যায় পড়েছেন কয়েক হাজার গাড়ি মালিক,চালক এবং রপ্তানিকারকরা। মূলত সেই সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা উঠে এল
গৌড় ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক আলোচনা সভায়। উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি আব্দুল মালেক, সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, রপ্তানিকারক বিকাশ শর্মা সহ অন্যান্যরা।
এছাড়াও এদিন এই আলোচনা সভায় সীমান্তের কয়েক হাজার গাড়ি মালিক উপস্থিত ছিলেন। উল্লেখ্য মালদা জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক স্থল বন্দর দিয়ে বাংলাদেশে প্রতিদিন প্রায় ২০০ পাথর বোঝাই গাড়ি বাংলাদেশের রপ্তানি করা হত। কিন্তু প্রায় ৩ মাস ধরে তা বন্ধ। এর ফলে সমস্যায় পরেছেন রপ্তানি কারক, গাড়ির মালিক থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষজন। এই সমস্যার সমাধান নিয়ে গৌড় ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সংগঠনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ বলেন, প্রশাসনের সঙ্গে আলোচনা করে আগামী সাত দিনের মধ্যে রপ্তানি শুরু হবে। সরকারের নির্ধারিত ফিস বেঁধে দিলেই শুরু হবে পাথর রপ্তানি।