হক জাফর ইমাম :: অবতক খবর :: মালদা :: মালদা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কুকুরের উপদ্রবে অস্থির রোগীর পরিবারের পরিজনরা ।এমনকি ডাক্তারবাবু রাও রেহাই পায়নি কুকুরের অত্যাচার থেকে। এক জুনিয়ার ইন্টার্নাল ডাক্তারকে কামড়ে দেয় কুকুরটি।
কলেজ সূত্রে জানা গেছে, এদিন মোট ১৪ জনকে কামড় দিয়েছে কুকুরটি। মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ মালদা এনিম্যাল কেয়ারের হেল্পলাইন নম্বরে ফোন করে সমস্ত ব্যাপার জানালে, সদস্যরা ছুটে আসেন মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল চত্বরে। এরপর সকলে মিলে মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের এলাকা প্রাঙ্গণ ঘিরে ফেলেন।
প্রায় ৩ ঘন্টা পরিশ্রম করার পর ওই কুকুরটিকে ধরা সম্ভব হয়। তারপর তাকে হাসপাতালেই অ্যান্টি রাবিশ ভ্যাকসিন দেওয়া হয়। এই কুকুরটিকে উদ্ধার হওয়াই খুশি রোগী এবং রুগীর পরিবারের লোকেরা।
অ্যাসিস্টেন্ট সুপার ইসমাইল শেখ বলেন,‘এদিন একটু কুকুরটি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে সামনে যাদের পাচ্ছিল, কামড় দিচ্ছিল। এমনকী চিকিৎসদেরও ছাড়ে নি। মালদা এনিম্যাল কেয়ার ইউনিটের সদস্যদের ডাকলে তাঁরা এসে কুকুরটি উদ্ধার করেন।’