অবতক খবর,২৫ মার্চ,মালদা:- যক্ষ্মা কোন মরণ ব্যাধি নয় । এই রোগে কেউ আক্রান্ত হলে চিকিত্সকের পরামর্শ এবং সরকারি হাসপাতালে চিকিৎসার পরিসেবার যথেষ্ট পরিকাঠামো রয়েছে। যক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে মালদা মেডিকেল কলেজ সংলগ্ন চত্বরে আলকাপ গানের মাধ্যমে মানুষকে সচেতনতা প্রচার চালালো একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে যক্ষা সংক্রান্ত রোগ নির্ণয়ের ক্ষেত্রে আলকাপ গানের মাধ্যমে এই সচেতনতা মূলক প্রচার চালানো হয়।

যেখানে মেডিকেল কলেজে আসা রোগীর পরিজনদের কাছে যক্ষা রোগ সংক্রান্ত বিষয়ে বিশদভাবে তুলে ধরা হয় । রাজ্য সরকার যক্ষা রোগ নির্মূল করতে একাধিক প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে । সেটিও এদিন আলকাপ গানের মাধ্যমে তুলে ধরেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। পাশাপাশি যক্ষা রোগ নিরাময়ের ক্ষেত্রে সাধারণ মানুষকে প্রচারপত্র বিলি করা হয়।