হক জাফর ইমাম :: অবতক খবর :: ১৬ নভেম্বর :: মালদহ :: প্রাণী সম্পদ বিকাশ বিভাগ মালদা ইংরেজবাজার ব্লক ও ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে শনিবার ২৩ তম জাতীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন করা হয় যদুপুর ২ নম্বর পঞ্চায়েতের হরে কৃষ্ণ কোন্ডার কলোনী গ্রাম এলাকায়।
এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি দীপিকা বর্মণ ঘোষ, ইংরেজবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত চৌধুরী, মালদা জেলা পরিষদের সদস্যা প্রতিভা সিংহ, সমষ্টি প্রাণিসম্পদ উন্নয়ন আধিকারিক ডাক্তার ঋত্বিক হাজরা, মৎস্য ও প্রাণি সম্পদ বিকাশ স্থায়ী সমিতি ইংরেজবাজার পঞ্চায়েত সমিতি ছায়া মন্ডল,অর্চনা মন্ডল, স্বপন মিশ্র, যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সাজ্জাদ আলী প্রমুখ।
এই দিনের অনুষ্ঠানের প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন করে ২৩ তম জাতীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন করা হয়, এছাড়াও প্রাণী স্বাস্থ্য শিবির, গো প্রদর্শনী ও প্রাণিসম্পদ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।