অবতক খবর,চাঁচল,২৯ জুনঃআষাঢ়ের মাঝামাঝি সময়ে চাঁচলবাসী পেয়েছে বর্ষা।গত তিনদিন ধরে মুহুর্মুহু চলছে বৃষ্টিপাত।বর্ষার মধ্যেই এবছর ঈদুজ্জোহা উৎসবের আগমন।আর বৃষ্টির মধ্যেই সম্পন্ন হল নামাজ।বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হয়েছে এই উৎসব।পাশাপাশি মালদার চাঁচল-১ নং ব্লকের বিভিন্ন এলাকার ঈদগাহ মসজিদ গুলিতে পালিত হয়েছে ঈদুজ্জোহার নামাজ।
প্রত্যেক ঈদগাহে সকাল সাতটা থেকে আটটার মধ্যে নামাজ সম্পন্ন হয়েছে বলে খবর।এদিকে কলিগ্রামে হাজার হাজার ইসলাম ধর্মাম্বলী মানুষ ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে নামাজ আদায় করেন।নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করা হয়।শেষে সম্প্রীতির বার্তা দেওয়া হয় ঈদগাহ কমিটির তরফে।
চাঁচল থানা পুলিশের তরফে বিশেষ নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছিল নামাজ চলাকালীন।
শান্তিপূর্ণভাবে নামাজ সম্পন্ন হয়েছে চাঁচল জুড়ে।