হক জাফর ইমাম, অবতক খবর, মালদা : পণের টাকা দাবিমতো না পাওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা হরিশ্চন্দ্রপুর থানা সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের সাহাপুর গ্রামে। মৃত অন্তঃসত্ত্বা গৃহবধূর নাম হাসিনা খাতুন (২২) বছর।
মৃতের বাবা তাজামুল সাই জানালেন গত তিন বছর আগে হরিশ্চন্দ্রপুরের সাহাপুর গ্রামের বাসিন্দা শেখ কলিমুদ্দিনের সাথে সামাজিক মতে বিয়ে হয়েছিল। সেই সময় পনের টাকা বাবদ ২ লক্ষ ২৫ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র দেওয়া হয়েছিল।
এরপর থেকেই বিভিন্ন সময়ে মেয়েকে বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ দেওয়া হতে থাকে। টাকা না আনলে চলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন ।হাসিনা খাতুনের বাড়ির লোক অভিযোগ করেন তার মেয়ে অন্তঃসত্ত্বা ছিলেন পেটে তিন মাসের বাচ্চা এসেছিল।সেই বাচ্চাটি কেও পেটের মধ্যে মেরে দেওয়া হয়।
এ বিষয়ে তিনি হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার জামাই শেখ কলিম উদ্দিন ও তাদের পরিবারের বিরুদ্ধে।
অভিযোগ পেয়ে হরিশ্চন্দ্রপুর থানা থানার পুলিশ তদন্তে নেমেছে। হাসিনা খাতুনের শ্বশুর বাড়ির লোকজন এখন পর্যন্ত পলাতক।