অবতক খবর,৮ জানুয়ারি,বাঁকুড়া:- মাস্ক হাতে মন্দির নগরীতে পথে নামলেন মহকুমা শাসক সচেতন করলেন অসচেতন ব্যক্তিদের পড়িয়ে দিলেন মাস্ক ।
বিষ্ণুপুরের পর্যটনকেন্দ্র বন্ধ হয়ে গেছে সরকারি নির্দেশিকায়। তালা পড়েছে সমস্ত মন্দিরে। কিন্তু বিষ্ণুপুরের আনাচে কানাচে এখনো দেখা মিলছে পর্যটকদের। যার একটা বড় অংশ ঘুরে বেড়াচ্ছে মাস্ক বিহীন অবস্থায়। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও সেই একই ছবি দেখা যাচ্ছে। মাস্ক বিহীন ব্যবসায়ী ও পর্যটকদের সচেতন করতে এবার বিষ্ণুপুরের রাস্তায় নামলেন খোদ মহকুমা শাসক।
মাস্কবিহীন পথচারীদের বিরুদ্ধে ইতিমধ্যেই কঠোর অবস্থান নিয়েছে বাঁকুড়া সদর থানা। প্রতিদিনই অভিযান চালিয়ে মাস্ক বিহীনদের আটক করছে বাঁকুড়া সদর থানার পুলিশ। এতে বাঁকুড়া শহরের ছবিটা কিছুটা বদলালেও বিষ্ণুপুর শহরে এখনো অসেচতন ছবিতে কোনো বদল ঘটেনি।
এবার বিষ্ণুপুর শহরের অসচেতন পথচারী ও পর্যটকদের সচেতন করতে মন্দির নগরীর রাস্তায় নামলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক অনুপ কুমার দত্ত। আজ দুপুরে স্থানীয় বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের নিয়ে বিষ্ণুপুরের একাধিক মন্দিরে যান মহকুমা শাসক। মন্দিরের সামনে থাকা মাস্কবিহীন পর্যটকদের ধমক দিয়ে তাঁদের হাতে মাস্ক তুলে দেন মহকুমা শাসক। স্থানীয় হস্তশিল্পী ব্যবসায়ীদের মধ্যেও মাস্ক পরার ব্যাপারে প্রচার চালান মহকুমা শাসক। মহকুমা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিষ্ণুপুরের বাসিন্দাদের একাংশ।