অবতক খবর,১৯ মার্চ: আজ দুপুর ১২টা নাগাত শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য এবং রাজনৈতিক হস্তক্ষেপ ও মিড ডে মিলে দুু্নীতির প্রতিবাদে বিজেপির হুগলি জেলার দলীয় কার্যালয় থেকে একটি মিছিল করে বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি রাজীব ঘরামির নেতৃত্বে শিক্ষা ভবন পর্যন্ত সাত দফা দাবি নিয়ে উপস্থিত ছিলেন হুগলি জেলার সদ্যপ্রাপ্ত প্রাক্তন জেলা সভাপতি তুষার মজুমদার জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা এদিন মিছিল শিক্ষা ভবন পর্যন্ত যেতেই গেট আটকায় পুলিশ পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয় বেশ কিছুক্ষণ। তারপরে শিক্ষা ভবনের সামনেই বিজেপি কর্মীরা বসে পড়ে বিক্ষোভ দেখাতে। এরপরে বিজেপির দশজনের প্রতিনিধি দল D.I সাহেবের সঙ্গে দেখা করে তাদের স্মারকলিপি প্রদান করে।