অবতক খবর , রণজিৎ যাদব , উত্তর দিনাজপুর :- বিজেপি মুসলিমদের ভোট ভাগ করার জন্য মিম দল বা ওবেসি কে রাজ্যের ডেকে এনে চাল খেলেছে কিন্তু এইগুলা করে কোন লাভ হবে না।
দাবি ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর।তিনি ইসলামপুরের গায়ে সালে বন্ধনী যাত্রা শেষ করার পরে সাংবাদিকদের একথা বলেন। তিনি দাবি করে বলেন রাজ্যে মুসলিম বা হিন্দু যে কেউ জোটবদ্ধ রয়েছে।
তৃণমূল কংগ্রেসের ভোট কেউ ভাগ করতে পারবে না , আব্বাস ভাই আসাদ উদ্দিন ওবিসি কিছুই করতে পারবেনা। এই দিন ইসলামপুর ব্লকের গাইসাল এলাকায় বিধায়ক আব্দুল করিম চৌধুরীর নেতৃত্বে বঙ্গধ্বনি যাত্রা বের করা হয়। এই যাত্রা গাইসাল এর বিভিন্ন স্থান পরিক্রমা করে।এই যাত্রায় উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী।
এছাড়াও তৃণমূল কংগ্রেসের রাজ্য কোর কমিটির সদস্য জাভেদ আখতার, তৃণমূল নেতা কামালউদ্দিন ও স্থানীয় নেতা-কর্মী ,সমর্থকরা । বিধায়ক আব্দুল করিম চৌধুরী বলেন ,রাজ্য তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির নেতৃত্বে বিভিন্ন জনমুখী কাজ হয়েছে। প্রচুর বিকাশের কাজও হয়েছে ।
তাই তৃতীয়বারও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিই হবেন ।বিধায়ক আব্দুল করিম চৌধুরী এদিন বিভিন্ন সরকারি প্রকল্পর খতিয়ান জনসাধারণ কাছে তুলে ধরেন এবং সরকারি প্রকল্প গুলির মাধ্যমে এলাকাবাসী কি কি সুবিধা পেতে পারেন তা নিয়ে সচেয়ন করেন সাধারণ মানুষকে।