অবতক খবর,২০ অক্টোবরঃ উত্তরবঙ্গ সফরে একটি সভায় সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন টাটাকে সিঙ্গুর থেকে সিপিএম তাড়িয়েছে। এ নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতেও। বৃহস্পতিবার এই মন্তব্য ঘিরে তৃণমূল সুপ্রিমোকে পাল্টা নিশানায় আনেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘ এর থেকে ভাল জোকস আর হয় না। জীবনে যত ভালো জোকস বলেছেন তার মধ্যে সবথেকে ভালো জোকস এইটা। সাধারণ মানুষ দেখেছে ওখানে ধর্ণা মঞ্চে বসে কি করেছেন!
বিরিয়ানি খেয়ে ধর্ণা দিচ্ছিলেন। অনশন করেছিলেন, সে নাটক সবাই জানে এখন এসব বলে প্রায়শ্চিত্ত হবে না। বাংলাকে শিল্প মুক্ত করেছেন উনি, এই কৃতিত্বের জন্য ইতিহাসে নাম থেকে যাবে ওনার।’পর্যটনশিল্পে বিশ্বকে পথ দেখাবে বাংলা, মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বাংলা দেখাবে না বিশ্ব দেখাবে পশ্চিমবঙ্গে এত পর্যটনের জায়গা আছে যদি সেটা একটু ঠিকঠাক সাজানো যেত থাকার ব্যবস্থা রাস্তাঘাটের ব্যবস্থা করা যেত তাহলে বাঙালি এত বাইরে বাইরে ছুটতো না সারা উত্তরবঙ্গ জুড়ে আমাদের পর্যটনের প্রাকৃতিক সৌন্দর্য আছে ডুয়ার্স পাহাড়, দক্ষিণ বাংলায় বিষ্ণুপুর এদিকে এত জায়গা মুর্শিদাবাদে ঐতিহাসিক জায়গা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করলে সাজিয়ে দিলে থাকার ব্যবস্থা করলে যোগাযোগের ব্যবস্থা করলে এবং ওয়েবসাইটে ডিটেলস দিয়ে দিলে হাজার হাজার টুরিস্ট যেতো বাংলা লাভ হতো সেটা তারা করেননি করার ইচ্ছাও নেই বলে তিনি বলেন।বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কালকে বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে বলেন, তিনি নতুন কিছু বলছেন না এর আগে অনেকবার বলেছেন। আমার সম্বন্ধেও বলেছেন। বিস্ফোরণটা ফেসবুকে বা মিডিয়ায় করে লাভ নেই মাটিতে করতে হয় তাহলে পার্টির লাভ হবে। অভিষেক কবে পার্টি ছাড়বেন তারপর হয়তো তিনি যাবেন সেই দিনের জন্য অপেক্ষা করা উচিত।উল্টোডাঙ্গায় এক ব্যবসায়ীর থেকে ইডি আধিকারিকদের টাকা উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন , যত অনৈতিক কাজ পশ্চিমবাংলায় হচ্ছে কোন ভয় নেই আর এর জন্য সারা দেশ থেকে চুরি করার জন্য লোকেরা এখানে আসছে বাংলায় যেটুকু টাকা পয়সা লোকের কাছে আছে সবই অনৈতিক টাকা সাধারণ মানুষের কাছে টাকা-পয়সা নেই আর তারা হাহাকার করছেন।