অবতক খবর, সংবাদদাতা :: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জেলায় প্রশাসনিক বৈঠক করতে এসে জেলার দ্বায়িত্ব প্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দেন জেলার উন্নয়ন তরান্বিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই নির্দেশ মেনেই জেলা শাসক নিখিল নির্মল সহ জেলার অন্যন্য আধিকারিকরা বৈঠক করেন জেলা পরিষদের সদস্যদের নিয়ে। এবার জেলার সমস্ত দপ্তরের মুখ্য আধিকারিক, জেলা পরিষদের সদস্য জেলার সবকটি পঞ্চায়েত সমিতির সভাপতিদের আলোচনা চক্রের আয়োজন করলেন জেলা শাসক।
এই সভায় দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান অর্পিতা ঘোষ, ম্যাকেন্টোস বার্নের চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী, জেলা পরিষদের সহ সভাপতি সহ অন্যন্য পদাধিকারীরা। এই সভায় জেলার উন্নয়নের কাজ গুলিকে দ্রুত সম্পাদন করার বিষয় আলোচনা করা হয়। এই সভায় উপস্থিত না থাকার কারনে জেলা মুখ্য কৃষি অধিকর্তা ও ডি আই প্রাইমারি কে শো কজ করা হয়। জেলার উন্নয়ন কে ত্বরান্বিত করতে জেলা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে জেলার মানুষ।