অবতক খবর :: মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদে সর্বস্তরের মানুষের কথা চিন্তা করে পানীয় জলের সমস্যা দূর করতে মুখ্য মন্ত্রীর ঘোষণা অনুযায়ী জলস্বপ্ন প্রকল্প চালু হচ্ছে। মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যে 58 হাজার কোটি টাকা ব্যয় করে জলস্বপ্ন প্রকল্পের শুভ সূচনা করেছিলেন। তাই এই প্রকল্পের আওতায় মুর্শিদাবাদের 15 লক্ষ মানুষের বাড়িতে পরিশোধিত জল খুব শীঘ্রই পৌঁছে দিতে চলেছে মুর্শিদাবাদ জেলা পরিষদ।
তিনি জানান যে মুর্শিদাবাদ জেলার 26টি ব্লকের 22টি ব্লকে আর্সেনিক দূষণ রয়েছে তাই সব কটি ব্লকের মানুষকে আগামী 4 বছরের মধ্যে জল পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে। প্রথম বছরেই সওয়া দু লক্ষ মানুষ এই পরিশোধিত শুদ্ধ পানীয় জল পাবেন।
মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল জানান এই প্রকল্প পুরো হলে জেলার ৭২ লক্ষ মানুষ উপকৃত হবেন। তাছাড়া তারা পরিশোধিত স্বচ্ছ পানীয় জল তারা পান করতে পারবেন।
এই প্রকল্পের কাজ শুরু হওয়াতে মুর্শিদাবাদের মানুষও শুদ্ধ পানীয় জলখুব শীঘ্রই পাবেন বলে আশায় বুক বেঁধেছেন ও জেলা পরিষদকে ধন্যবাদ জানিয়েছেন।