অবতক খবর , শিলিগুড়ি :     মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বেফাস মন্তব্য করলেন বিজেপী নেতা অনুপম হাজরা। তারই প্রতিবাদে বিজেপী নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন পশ্চিমবঙ্গ তৃনমুলের উদ্বাস্তু সেলের কর্মীরা। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বিজেপির এক কর্মীসভায় যোগ দিয়ে অনুপম হাজরা বলেন, ‘আমার করোনা হলে মমতা ব্যানার্জিকে জড়িয়ে ধরবো’। তার এই বেফাঁস মন্তব্যের পর কিছুটা হলেও অস্বস্তিতে বিজেপি নেতৃত্বে। এদিকে এই মন্তব্যের বিরোধীতা করেছেন তৃণমূল নেতারাও।

সোমবার সকালে পশ্চিমবঙ্গ তৃণমূল উদ্বাস্তু সেলের শিলিগুড়ি টাউন কমিটির তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। মন্তব্যের বিরোধীতা করে আইন অনুযায়ী শাস্তির দাবি করেন সংগঠনের নেতা কর্মীরা।