অবতক খবর,১৪ মে: মুম্বাইতে বিলবোর্ড উপড়ে মৃত্যু ১৪ জনের,পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন।
কি ভাবে ঘটলো এই ঘটনা? জানবো বিস্তারিত!
সোমবার মুম্বাইয়ে বিলবোর্ড উপড়ে মৃত্যু ১৪জনের।হটাৎ কেনো ভেঙ্গে গেলো বিলবোর্ড কেনই বা মৃত্যু হল সাধারণ মানুষের?সম্প্রতি জানা যায় সোমবার একটি বিশাল আঁকার ধুলি ঝড়ে ভেঙ্গে পড়ে মুম্বাইয়ের বিলবোর্ড এক নিমিষের মধ্যে তছনছ হয়ে যায় মুম্বাইয়ের আরব সাগরের তীরে অবস্থিত সব থেকে ঝকঝকে সুন্দর শহরটি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে মুম্বাইয়ের ঘটকোপ এলাকা যেটি মুম্বাইয়ের সব থেকে ঝকঝকে শহর একটি বিশাল আকার ধুলি ঝড়ে ভেঙে পড়ে তামার তৈরী বিজ্ঞাপনের বোর্ড। স্থানীয় সূত্রে খবর এই বিশাল আকার বোর্ডটির উচ্চতা ছিল ১০০ ফুট লম্বা।
প্রশাসন জানিয়েছেন এই বোর্ড চাপা পড়ে মৃত্যু হয়েছে অনেক মানুষের। এমন কী অনেক গাড়িও চাপা পড়ে গেছে ওই বোর্ডের নিচে। সম্প্রীতি প্রকাশ্যে জানা গেছে ৩ঘণ্টা অভিযানের পর ৬৭ জন কে উদ্ধার করা সম্ভব হয়েছে”। ১৪ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। বিপর্যয় স্থলে পরিস্থিতি ছন্দে আনতে ঘটনা স্থলে নেমেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীরা। বেশ কিছুক্ষন পর যানবাহন আটকে থাকার পর স্বাভাবিক হয় পরিস্থিতি স্থানীয় সূত্রে এমনটা জানা যায়।