অবতাক খবর, সংবাদদাতা :: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত কর্মসূচি অনুযায়ী কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি ও পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা রাজ্য জুড়ে বিক্ষোভ প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করা হয় সারারাত জন্য় মুর্শিদাবাদ পৌর এলাকাতেও ওয়ার্ডে ওয়ার্ডে গর্জে ওঠেন তৃণমূল কর্মী নেতারা।
মুর্শিদাবাদ পৌরসভার পৌর প্রশাসক বিপ্লব চক্রবর্তী নেতৃত্বে 3 ও 4 নম্বর ওয়ার্ডে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় তার নেতৃত্বে কয়েকশ মানুষ কেন্দ্র সরকারের এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্লেকার্ড নিয়ে রাস্তায় শহর পরিক্রমা করেন।
বিপ্লব চক্রবর্তী জানান মুর্শিদাবাদে ষোলটি ওয়ার্ডে এই বিক্ষোভ মিছিল সংঘটিত হয়েছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তিনি আরো জানান বিজেপি সরকারের এই কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির ফলে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ চারদিকে এই বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামছেন প্রতিবাদ জানাচ্ছেন।
মুর্শিদাবাদ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের সোনালী সিংহ রায়ের নেতৃত্বে কুতুবপুর পার্টি অফিস থেকে শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে মিছিল শুরু হয় সংঘর্ষে মিছিল পরিদর্শন করে। কুতুবপুর পোষ্টমাডাম ঘর সিরাজউদ্দৌলা রোড নেতাজি চক ও পাঁচলা মোড় ও দক্ষিণ দরজা হয়ে আবার সেই মিছিল কুতুবপুর পার্টি অফিসে এসে শেষ হয়।
পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন পার্ষদ সৌমেন দাস এর নেতৃত্বে প্রতিবাদ মিছিল তার ওয়ার্ডের বিভিন্ন রাস্তা জুড়ে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানায়।
4 নম্বর ওয়ার্ডে সৌমেন বর্ধন ওরফে বচন দা তার নেতৃত্বে বিশাল প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় প্লেকার্ড নিয়ে শহরজুড়ে তারা মোদি সরকারের বিরুদ্ধে সরব হন।
অন্যদিকে মুর্শিদাবাদ বিধানসভার বিধায়িকা শাওন সিংহ রায়ের নেতৃত্বে নতুন গ্রামের কর্মী-সমর্থকদের নিয়ে প্রতিবাদ মিছিল সংঘটিত হয় তিনি গ্রামজুড়ে পরিক্রমা করেন তাদের কর্মী-সমর্থকদের নিয়ে তিনি জানান যে বিজেপি সরকার শুধুই মানুষের শোষণ করে যাচ্ছে বিশ্ববাজারে যখন তেলের দাম একেবারে কম তখন ও জনবিরোধী কেন্দ্র সরকার তাদের বিভিন্ন ধরনের শেষ কর চাপিয়ে মানুষের উপরে লোড বৃদ্ধি করেছে সাধারণ মানুষকে তারা শোষণ করে চলেছে। শ্রীমতি রায় আরো জানান মোদি সরকার এখন সরকার নিজেকে বড় বড় উদ্যোগ শিল্পপতিদের হাতে বন্ধক দিয়ে রেখেছে তাই তাদের মুনাফার জন্য সাধারণ মানুষের একের পর এক দিনের পর দিন শোষণ করে চলেছে তারা।