অবতক খবর :: মুর্শিদাবাদ :: বাংলার বাইরে কাজের উদ্দেশ্যে গিয়ে লকডাউন এর কারণে আটকে যাওয়া শ্রমিকরা ঘরে ফিরতে শুরু করেছে, বাংলার বাইরে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকের সংখ্যা পশ্চিমবঙ্গে প্রথম সারিতে রয়েছে মুর্শিদাবাদ জেলার নাম। তাই জেলা প্রশাসনের উদ্যোগে এবার সেই সমস্ত ভিন রাজ্যে কর্মহীন অবস্থায় ফেরত আসা শ্রমিকদের উদ্দেশ্যে সহায়তা কেন্দ্র খোলা হল মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের অন্তর্গত, বর্ধমান- বীরভূমের সীমান্ত মারুটে।
এই সহায়তা কেন্দ্রে শ্রমিকদের, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, এবং থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত সহ তাদের নিজেদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কর্মসূচি পালন করা হচ্ছে বড়ঞা ব্লক ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে।
শ্রমিকদের উদ্দেশ্যে প্রশাসনের এই সহায়তা কেন্দ্রে উপকৃত হচ্ছেন ভিন রাজ্য থেকে আগত বহু অসংগঠিত শ্রমিক। প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে পরিযায়ী শ্রমিকরা।