অবতক খবর, সংবাদদাতা :: মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন একটি সাংবাদিক বৈঠক করলেন। তিনি জানালেন লকডাউন চলাকালীন যেভাবে মেডিকেল কলেজের রোগীর আত্মীয়দের দুবেলা খাবার পরিবেশন করা হচ্ছে সেইরকমই একটা চিন্তাভাবনা নেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলার ২৬ ব্লকে পৌঁছে যাবে মানুষের জন্য ঔষধ। বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য নিয়ে জেলা পরিষদ গ্রাম থেকে শহর সমস্ত জায়গায় ওষুধ পৌঁছে যাবে বলে জানালেন।
ক্যান্সারের ওষুধ বাদে ও খুব দামী ওষুধ ছাড়া সব ধরনের ওষুধ পাবে সাধারণ মানুষ বিনামূল্যে। জেলা পরিষদের সভাধিপতি দুটি নাম্বার চালু করলেন 9732386066 ও 9614864618 এই নাম্বারে প্রেসক্রিপশনের কপি হোয়াটস্যাপ করলে পৌঁছে যাবে বাড়িতে ওষুধ। তিনি আরো বলেন লকডাউন এর কারণে মানুষ কাজ হারিয়েছে, তাদের হাতে অর্থ কমে গেছে সেই কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রমজান মাস তাই এখন মানুষ বাড়ির বাইরে বের হতে পারবেন না। কিন্তু শহরের মধ্যে হলে ২৪ ঘন্টা একটু দূরে হলে ৪৮ ঘণ্টার মধ্যে ওষুধ পৌঁছে দেয়া হবে বলে জানালেন। এই উদ্যোগে উপকৃত হবেন বহু মানুষ ,মনে করছেন জেলা পরিষদ সভাধিপতি।