অবতক খবর,১২ জানুয়ারি: মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার প্রাক্তন পৌর পিতা গৌতম রায় বুধবার কলকাতায় মন্ত্রী মদন মিত্রের হাত ধরে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন। কান্দি পৌরসভার প্রাক্তন পৌর পিতা গৌতম রায় কান্দি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার প্রসাদ মুখার্জি ও কান্দি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চন্দন হাজরাকে নিয়ে বুধবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন মদন মিত্রের হাত থেকে।
প্রসঙ্গত 2011 সাল থেকে 2015 সাল পর্যন্ত কংগ্রেসের টিকিটের জিতের পর কান্দি পৌরসভার পৌরপিতা ছিলেন গৌতম রায়, পরে 2015 সালে ফের কংগ্রেসের টিকিটের জেতার পর গৌতম রায়কে কান্দি পৌরসভার পৌর পিতার না করে তৎকালীন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকারকে কংগ্রেসের পক্ষ থেকে পৌর পিতা বানানো হলে কংগ্রেস ছেড়ে গৌতম রায় 8 জন কাউন্সিলর কে নিয়ে তখন তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছিলেন পরবর্তীকালে 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে শুভেন্দু অধিকারীর দূরত্ব ক্রমশ বাড়তে থাকলে গৌতম বাবুর সঙ্গেও দূরত্ব বাড়তে থাকে কান্দির স্থানীয় তৃণমূল নেতৃত্বের পরে 2021 সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন কলকাতার বিজেপি সদর দপ্তরে এবং 2021 এর বিধানসভা নির্বাচনে বর্তমান কান্দি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারের বিরুদ্ধে বিজেপি টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন গৌতম রায় পরে অবশ্য গৌতম বাবু বিধানসভা নির্বাচনে পরাজিত হন। সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত থাকলেও বেশ কয়েক মাস ধরে বিজেপির সঙ্গে দূরত্ব লক্ষ্য করা যাচ্ছিল কান্দি পৌরসভার প্রাক্তন পৌর পিতা গৌতম রায়, কান্দি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর গুরু প্রসাদ মুখার্জি ও কান্দি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দন হাজিরার।
মাসখানেক ধরে বিজেপির সঙ্গে গৌতম বাবু, গুরু প্রসাদ বাবু, চন্দন বাবু দূরত্ব বাড়তে থাকায় জল্পনা ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠছিল গৌতম রায়, গুরুপ্রসাদ মুখার্জি ও চন্দন হাজরা বিজেপি ছেড়ে হয় তৃণমূল না হয় কংগ্রেসে দলে যোগদান করবেন তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বুধবার কলকাতায় মন্ত্রী মদন মিত্রের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কান্দি পৌরসভার প্রাক্তন পৌর পিতা গৌতম রায়, কান্দি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার গুরুপ্রসাদ মুখার্জি ও কান্দি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চন্দন হাজরা।