অবতক খবর,নিজস্ব সংবাদদাতা,২৬ জুলাই :: স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন অসীমা পাত্র তিনি এই সাংবাদিক বৈঠকে বলেন গতকাল তিনি এই মুর্শিদাবাদ জেলায় এসেছেন। গতকাল লালগোলায় যে মুক্ত জেল আছে সেটি পরিদর্শন করেছেন। তিনি বলেন, মুক্ত জেলে যারা আছেন তাদের সঙ্গে কথা বলে ভালো লেগেছে।আজ সকাল থেকে মুর্শিদাবাদ থানা তার পরে বহরমপুর সংশোধনাগার এবং এখন বহরমপুর মহিলা থানাতে স্ট্যান্ডিং কমিটি এসে উপস্থিত হয়েছে বলে জানা যায়।
তিনি বলেন, আমরা স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে সব খোঁজখবর নেই তিনি বলেন, আপনারা সবাই জানেন যে এই মহিলা থানায় ঢোকার আগে এই থানার সামনে একটি উইনার্স টিম ছিল এই টিমটি ২০১৫ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মহিলা থানা এবং উইনারস টিম প্রতি জেলায় তৈরি করেছিলেন।তিনি আরো বলেন, যে এই মহিলারা এত ভালো কাজ করছেন সেটা আমরা দেখলাম।
তিনি বলেন, গতকাল থেকে আমরা যা যা দেখেছি এবং আগামীকালকেও এখানে অনেক কিছু দেখার আছে এবং তাদের যা বক্তব্য আমরা শুনলাম, সেই সমস্ত বক্তব্য আমাদের কমিটির মাধ্যমে এসেম্বলিতে জমা দেওয়া হবে বলে জানান, ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান অসীমা পাত্র।