অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদের সাগরদিঘী থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিষ্ণু সরকার ও চন্দন অধিকারী যাদের বাড়ি সামশেরগঞ্জ থানার নতুন মালঞ্চ ও তারাপুর এলাকায় এই দুই ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ভিন্ন জাতীয় তক্ষক প্রাণী যার আনুমানিক মূল্য এক কোটি টাকার উপর ।

জঙ্গিপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি সন্দীপ কারা জানান, ভিন জাতীয় তক্ষক প্রাণীটি ধৃত দুই ব্যক্তি সামশেরগঞ্জ থেকে সাগরদিঘী নিয়ে যাচ্ছিল পাচারের উদ্দেশ্যে ।

 

সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘী থানার পুলিশ দুই ব্যক্তিকে আটক করে ,তাদের কাছ থেকে তক্ষক প্রাণী টি উদ্ধার করে । এরা এই বিরল প্রাণীটিকে কার কাছে নিয়ে পাচার করছিল তদন্ত শুরু করেছে পুলিশ।