অবতক খবর,৯ নভেম্বর: আজ জগদ্ধাত্রী পূজার মহাষ্টমী তিথি,আর কিছুক্ষণ বাদেই শুরু হবে কুমারী পূজা।
মুর্শিদাবাদের কান্দি মহকুমার বড়ঞা ব্লকের মহুরাকান্দি রামকৃষ্ণ আশ্রম এবারে ১৯ বছরে পদার্পণ করলো দেবী জগদ্ধাত্রী আরাধনা।
বেলুর মঠের রিতি নীতি ও বেলুর মঠের স্বামীজি দারা মহুরাকান্দি রামকৃষ্ণ আশ্রমে দেবী জগদ্ধাত্রী পূজীত হয় পাঁচ দিন ধরে,আজ মহাষ্টমী তিথিতে সকাল থেকেই চলছে বিভিন্ন পূজার আয়োজন সকাল দশটায় শুরু হবে কুমারী পূজা। পঞ্চমীর দিন থেকে শুরু হয়েছে রামকৃষ্ণ আশ্রমে দেবী জগদ্ধাত্রীর আরাধনা মুর্শিদাবাদে কান্দি মহকুমার একমাত্র রামকৃষ্ণ আশ্রম এটি যেখানে পরমহংসদেব রামকৃষ্ণদেব স্বামীজি ও বিবেকানন্দ একসঙ্গে পূজিত হন প্রতিদিন সম্পূর্ণ বেলুড় মঠের নিয়ম ও বেলুড় মঠের শাখা হিসাবে ই চলে মহুরাকান্দি গ্রামের এই রামকৃষ্ণ আশ্রম ।
এখানে জগদ্ধাত্রী পূজা কে কেন্দ্র করে বসে মেলা পাঁচ দিন ধরে এলাকার বহু ভক্তের সমাগম ঘটে আশ্রম চত্বরে। এলাকার মানুষেরা বছর ভোর অপেক্ষা করে থাকে কবে আসবে জগদ্ধাত্রী পূজা এবং আনন্দের এই উৎসব।