অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদ জেলার বহরমপুর সাংবাদিকদের মুখোমুখি হলেন কেন্দ্র সরকারের প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী সঞ্জীব বলিয়ান । সামনে বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদ জেলার এসে তিনি জানালেন পশ্চিমবাংলার পরিস্থিতি খুবই খারাপ যা আর অন্য কোথাও নেই । সামনে বিধানসভা ভোটে জনগণই ঠিক করবে কাকে তারা সরকারি নিয়ে আসবে ? কেন্দ্র সরকারের যেসব প্রকল্পের টাকা সেগুলো মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে না বলেও তিনি জানান , সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ।
পশ্চিমবঙ্গ বোলপুরে রেলি করলেন গৃহ মন্ত্রী অমিত শাহ সেখান থেকেই তিনি ২০০ উপর আসন পাবেন বলে জানাচ্ছেন , তাদের কথামতো সঞ্জীব একমত। মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী জেলা এটি খুব স্পর্শকাতর জায়গা ছিল ,এখন ভারতীয় জনতা পার্টি পরিস্থিতি অনেক ভালো।
মিম পার্টি প্রসঙ্গে তিনি বলেন একটি দুর্ভাগ্যজনক যে পশ্চিমবাংলায় তারা ঢুকে গেছে । ওই দলের নেতারা শুধু দেশকে টুকরো করার কথা বলেন।মুর্শিদাবাদ জেলা সীমান্তবর্তী এলাকায় সুরক্ষা চিন্তাভাবনা রয়েছে কেন্দ্র সরকারের। মোদি সরকার দেশের সাধারণ মানুষের জন্য উন্নয়ন লক্ষ্যেই এগিয়ে চলেছে।