নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : দেশের সাথে রাজ্যও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যাও। আজ এক করুন দৃশ্যর সাক্ষী থাকলো শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের সাহুডাঙ্গী শ্মশানে।
শিলিগুড়ি,জলপাইগুড়ির পাশাপাশি কোচবিহার জেলা থেকেও দেহ আনা হচ্ছে সাহুডাঙ্গী শ্মশানে। মূলত এই শ্মশান ঘাটে রয়েছে দাহ করার দুটি বৈদ্যুতিক চুল্লি। অন্যদিকে একটানা চালানোর ফলে মাঝে মধ্যে বন্ধ রাখতে হচ্ছে মেশিন। যার ফলে জমে যাচ্ছে দেহ। বডি জমে থাকছে শ্মশান চত্বরে। তাই প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গণ দাহ করার। এহেন পরিস্থিতিতে কাঠের চিতা জালিয়ে দাও করতে গেলেও আবহাওয়া খারাপ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে।
এই অবস্থায় এদিন গণচিতা বানিয়ে দাহ করা হলো সাহুডাঙ্গী শ্মশানে। এমনই এক ঘটনার সাক্ষী থাকলো এদিন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের সাহুডাঙ্গী। সকাল থেকেই ঠাঁই মৃতের আত্মীয়দের তবে শুধুমাত্র শেষকৃত্য সম্পন্ন সংবাদ নিয়েই পরিজনদের ফিরে যেতে হচ্ছে।