আজ থেকে সরকার দুয়ারে দুয়ারে!
মাসির দরদ উথলে পড়ে।
আয়!সোনা আয়!
ভোটের ভাত হাতে মেখেছি
খেয়ে যা,আয়!
হাত যে শুকায়,সোনা আয়!
বেলা যে বয়ে যায়….

মৃতশ্রী
তমাল সাহা

সরকার বুঝি এতদিন
রাস্তায় ছিল পড়ে?
এখন নতুন স্লোগান–
‘সরকার দুয়ারে’।
সামাল! সামাল!
হয়তো এবার
ঢুকে পড়বে ঘরে।

আরে মাথায় ভোট–
ভোট পোকা নড়েচড়ে
এবার আরও ‘শ্রী’ ‘সাথী’
কত নতুন নতুন মেলা!
শব্দ দুটি যন্ত্রণায় কাতর
তাদের নিয়ে এত ছেলেখেলা?
বাংলা অভিধানকে বলে,শালা!
গালি দিচ্ছে শব্দ দুটি সারাবেলা।

শব্দ দুটি বলে,
কতরকম ভাবে
খেলাম আমরা
কতরকম লাথি।
ল্যাঠা চুকে যায়
এবার দিয়ে দে শ্যামা–
মৃতশ্রী নয়তো মরণসাথী!