অবতক খবর,৫ অক্টোবর,পশ্চিম মেদিনীপুর: ফুলবাড়িতে কেন বারে বারে সমস্যাই পরে হবু ডাক্তারেরাই। মাস দুয়েক আগে সন্ধ্যার সময় মেদিনীপুর শহরের অদূরে ফুলপাহাড়ির ড্যামে ঘুরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের এক জুনিয়র চিকিৎসক ও তাঁর বান্ধবী। এবার সেই ড্যামেই তলিয়ে গিয়ে মৃত্যু হল মেদিনীপুর মেডিক্যাল কলেজের এক পড়ুয়া তথা হবু চিকিৎসকের!
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মৃত ওই পড়ুয়ার নাম সৌরভ কুমার, এদিন বিকেল নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই পড়ুয়ার মৃত্যু হয় তাঁর। এদিকে, স্থানীয় বাসিন্দাদের দাবি আগস্ট মাসের সেই ভয়াবহ ঘটনার পর থেকে ওই এলাকায় গুড়গুড়িপাল থানার তরফে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়। তবে, পুলিশি নজর এড়িয়েই ফের সেই ফুলপাহাড়ি সংলগ্ন আমড়াতলার ড্যামে ঘুরতে গিয়ে এই কাণ্ড ঘটিয়ে ফেলেন মেদিনীপুর মেডিকেল কলেজের ওই পড়ুয়া! জানা যায়, দুপুর ২ টো নাগাদ পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে ওই ড্যামে ‘লাফ’ দিয়ে তলিয়ে যান ওই পড়ুয়া তথা হবু চিকিৎসক।
কিছুক্ষণের মধ্যেই অবশ্য পুলিশের তরফে ডুবুরি নামিয়ে তাঁকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৩ টা নাগাদ আশঙ্কাজনক অবস্থায় ওই পড়ুয়াকে ভর্তি করা হয় হাসপাতালে। তবে, সাড়ে ৪ টা নাগাদ তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।