নিজস্ব সংবাদদাতা : অবতক খবর : নিজের স্বার্থ চরিতার্থ করতে মেলা বন্ধ করছে মমতা ঠাকুর বুধবার ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করে দাবি করলেন শান্তনু ঠাকুর। তিনি বলেন গত দু’বছর মেলা বন্ধ ছিল সেসময় ব্যবসায়ীদের কাছ থেকে দোকান করবার জন্য টাকা নিয়েছিল মমতা ঠাকুর। সেই টাকা ফেরত দেয়ার কথা ছিল। টাকা ফেরত দেবেন না বলেই মেলা বন্ধের কথা বলছে। নিজের স্বার্থ চরিতার্থ করতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু মেলা হবে মেলা মতুয়া ভক্তদের। কারো ব্যক্তিগত সম্পত্তি নয়।ঠাকুরবাড়িতে আরো অনেক সদস্য রয়েছে,মমতা ঠাকুরকে মেলা বন্ধের ঘোষণা করার কে। মেলায় কাউকে আসতে বলবো না যেতেও বলবো না। মতুয়া ভক্তরা মনে হলে আসবে না হলে হলে আসবে না৷মেলা হবে। সরকারের ক্ষমতা থাকলে এসে বন্ধ করুক।
মমতা ঠাকুর শান্তনু ঠাকুর এর বক্তব্যের সমালোচনা করে বলেন” ওরা অর্থ ছাড়া কিছু বোঝেনা৷ অর্থের জন্যই ওরা মেলা চাইছে। ২০১৯ ও ২০ সালে দোকানদারের কাছ থেকে টাকা নিয়েছিল শান্তনু ঠাকুরদের সংগঠন। করোনার কারণে এবার মেলা বন্ধের কথা ঘোষণা করেছি। এরপরে যদি মেলা হয় সেটা যারা করবে তাদের দায়িত্বে৷ বীণাপাণি দেবীর মৃত্যুর আগে তাকেই সঙ্ঘাধিপতি ঘোষণাপত্র দিয়ে গিয়েছেন দাবি মমতা ঠাকুরের ।
ঠাকুরবাড়ির দুই পরিবারের ২ বক্তব্যে বিভ্রান্ত মতুয়া ভক্ত ও মেলার মাঠে দোকান করতে আসা ব্যবসায়ীরা৷ তাদের বক্তব্য আমরা দূরদূরান্ত থেকে অনেক টাকা খরচা করে এখানে এসেছি। মেলা না হলে আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব। প্রয়োজনে অবরোধ করব ৷