অবতক খবর,১৪ মে: গতকাল থেকেই সমগ্র ভারতবর্ষ সরগরম। দেশ জুড়ে উত্তেজনা, রহস্যময়তা বিরাজ করেছে। ১৩ তারিখেই সংবাদপত্রে বেরিয়েছে মোদীজি ভারতবর্ষের মানুষের জন্য বিশ লক্ষ কোটির প্যাকেজ তৈরি করছেন। এখন এই প্যাকেজ খুললে কী পাওয়া যাবে,এই আশায় চিন্তিত হয়ে পড়েছিলেন সাধারণ মানুষেরা।

প্যাকেজ খুলেছে, তিনি ঘোষণা করেছেন বিভিন্ন খাতে কোটি কোটি টাকা দেওয়া হবে। কিন্তু এ তো বজ্র আঁটুনি ফস্কা গেরো। এই ফস্কা গেরো খুলে দেখা গেল যে এতে সাধারণ মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ, দৈনিক মজুরির মানুষ তাদের দানাপানি,তাদের রুটি-রুজির কোন পরিকল্পনাই নেই। ভারতবর্ষের সাধারণ মানুষ হতাশ। বিজপুর অঞ্চলে আমরা গতকালই বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখেছি– টোটো,অটো, ভ্যান রিক্সাওয়ালা এদের সঙ্গে কথা বলে দেখেছি যে, তারা বলছেন যে মোদীজি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ। এ তো হয়ে গেল পয়সাওয়ালা লোক কা সাথ, গরিব কা নিকাশ। আজকে তিনি যে প্যাকেজ ঘোষণা করলেন তাতে আমাদের সাধারণ মানুষের জন্য তো কিছুই নেই। আমরা কিছুই দেখতে পাচ্ছি না।

অন্যদিকে তিনি বলছেন লকডাউন আরো বাড়বে। তারমানে আমাদের দিন গুজরানের জন্য যে শ্রম, সেই শ্রম নষ্ট হবে। আমাদের বাড়িতে উনুন জ্বলবে না, ভাতের হাড়ি চড়বে না।‌ আমাদের সাধারণ মানুষের প্রশ্ন তার কাছে যে, তিনি মন কি বাতে যে কথা খুলে বললেন, এই মন কি তিনি কাদের জন্য লুকিয়ে রেখেছিলেন,কাদের জন্য এই ঘোষণা করলেন?
দেশ যাবে কোথায়?
শিল্পওয়ালারাই দেশ নাকি? আমরা জীবনভর ত্রাণের দিকে তাকিয়ে থাকবো?