ক্রিমিনাল গ্রেপ্তারের জন্য যেমন মোস্ট ওয়ান্টেড বিজ্ঞাপন দেওয়া হয় তার চেয়েও অনেক অনেক বড় বিশাল বিজ্ঞাপন দেওয়া হয়েছে ছবিসহ ৫৩ জন সিএএ- বিরুদ্ধ প্রতিবাদীকে চিহ্নিত করে উত্তর প্রদেশের বিভিন্ন রাস্তায়।
এই দেশ তার দেশের মানুষকে কি করতে চায়?
মোস্ট ওয়ান্টেড বা মৃগীরোগী
তমাল সাহা
পৃথিবীতে মোস্ট ওয়ান্টেড কারা?
দাগী অপরাধী যারা।
সকলেই জানে, কোথায় থাকে তারা।
তারা গণতন্ত্রের প্রথম স্তম্ভ–
লোকসভা,রাজ্যসভা,বিধানসভা
দেয় পাহারা।
এই দেশ, এই রাষ্ট্রের চোখে
এখন নয়া ইশারা।
সিএএ বিরোধী যারা তারা কি ক্রিমিনাল?
অপরাধ নাকি তাদের কান্ডকারখানা!
গোলি মারো শালোকো–
পুরে দাও, নিয়ে চলো জেলখানা।
উত্তর প্রদেশে চলছে চিহ্নিতকরণ—
হোর্ডিং টাঙানো হয়েছে রাস্তাজুড়ে
তেপান্ন জন ব্যক্তিত্বের ছবিসহ
বিজ্ঞাপন।
এরা নাকি প্রতিবাদী,দেশের পক্ষে হারামি?
তুমি শালা, ইনশানিয়াত খুন করো
তুমি কোন্ দেশপ্রেমী?
আদিত্যনাথ ভাবছে সে মহাযোগী।
কখন যে মূর্ছা যাবে, সে কি জানে!
জুতো শুঁকাতে হবে তাকে
তার যে মারণ রোগ, ভয়াবহমৃগী!