অবতক খবর,২ জুলাই: যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনা। কোথাও খোলা ড্রেন। আবার কোথাও জমা জল। বর্ষা পড়তেই কঙ্কালসার চেহারা লক্ষ করা গেলো মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার বিভিন্ন প্রান্তে। বছরের পর বছর রাস্তার উপরেই নোংরা জমা হয়ে পড়ে থাকলেও হুস নেই পৌর কর্তৃপক্ষের।

পৌর বাসিন্দাদের অভিযোগ, ধুলিয়ান পৌরসভার ১৫, ১৭, ১৩ নম্বর সহ বিভিন্ন ওয়ার্ডে সামান্য বৃষ্টিতেই জল জমে গিয়েছে। রাস্তার উপরেই পড়ে থাকছে যাবতীয় নোংরা আবর্জনা। দুর্গন্ধে থাকতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। বারবার পৌর কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনরকম ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ।

এদিকে রাস্তার ওপরেই খোলা ড্রেন থাকায় যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কায় সাধারণ মানুষ। ছাত্র ছাত্রী থেকে শুরু করে ছোট ছোট শিশুরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে কার্যত আতঙ্কে ভুগছেন।

শুধু নির্দিষ্ট কয়েকটি ওয়ার্ডেই নয়, ধুলিয়ান পৌরসভার বেশিরভাগ অংশই এই নোংরা আবর্জনা, জল জমার সমস্যা এবং খোলা ড্রেন পরিলক্ষিত হচ্ছে। অবিলম্বে রাস্তা থেকে নোংরা আবর্জনা সরিয়ে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ।